কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অগ্রীম
শুভেচ্ছা।ঈদ মোবারক।
আজ আপনাদের দেখাবো
কোন সফ্টওয়্যার ছাড়া কিভাবে এসিসট্যান্ট
ম্যানু বা Easy Touch (যেটা সাধারনত iphone এ
দেখা যায়) যোগ করা যায়
এটা খুব সিম্পল একটা কাজ,তাই হয়তো অনেকেই
এটা জানেন।তাই যারা জানেন তারা
সাইলেন্ট থাকুন আর যারা জানেন না ঝটপট
করে জেনে নিন কিভাবে এটা করতে হয়?..
নিচের নির্দেশনা অনুযায়ী কাজ করুন:
Settings → Accessiiblity → একদম নিচে যান
দেখবেন লেখা আছে Assistant Menu. এটা
এনেবেল করে দিন।
এই মেনু থেকে যা যা করতে পারবেন:
১. ব্যাক বাটন
২. হোম বাটন
৩. রিসেন্ট এপস দেখতে পারবেন
৪. মেনুতে যেতে পারবেন
৫. নোটিফিকেশন দেখতে পারবেন
৬. ভলিঅন এডজাস্ট করতে পারবেন
৭. স্ক্রিনশট নিতে পারবেন
৮. ফোন রিস্টার্ট এবং অফ করতে পারবেন
৯. সেটিংস এ যেতে পারবেন
১০. স্ক্রিন লক করতে পারবেন
এটা আমার Samsung Galaxy S Duos 2 GT-S7582
(Jelly Bean 4.2.2) এবং Samsung Galaxy J3
(Lolipop-5.1) এ হয়েছে। তাই আশা করি
আপনাদের মোবাইলেও হবে।আজ এ পর্যন্তই
সবাই ভালো থাকবেন।
0 Comments