আপনার সাইট লিংক কি ফেসবুক ব্লক করেছে ? এখনি ফেসবুক থেকে আপনার লিংকটা আনব্লক করুন।

ফেসবুক কেনো লিংক ব্লক করে? 

  • ফেসবুক সব সাইটের লিংক ব্লক করে না। 
  •  সাধারণত অনেক ভালো মানের সাইট গুলোর লিংক ফেসবুক কখনো ব্লক করে না। 
  • .Com .Net .Org সাধারণত এই তিনটি ডুমেইনকে ফেসবুক বেশি প্রধান্য দেয়। 
  • তাছাড়া .Info .Xyz Etc… ইত্যাদি এই ডুমেইন গুলো ফেসবুক একটু বেশিই ব্লক করে। 
তাছাড়া Free Domain গুলোকে ফেসবুকে শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ব্লক করে দেয়। 
কি করলে ফেসবুক লিংক ব্লক করবে না? 
  • আপনি যদি আপনার নিজের সাইট এর লিংক শেয়ার করেন, তাহলে অবশ্যয় আপনার সাইটটা  Top Level Domain ব্যবহার করবেন। 
  • যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে, হোস্টিংটা পেইড হোস্ট হোলেই ভালো হয়। 
  • এবং আপনার সাইটটা এমন কোনো বিষয়ে তৈরী করবেন না যেটা ফেসবুক নিষিদ্ধ করে রেখেছে, যেমনঃ ফিশিং সাইট। 
  • আপনার লিংকটা ফেসবুকে মেসেজে কাউকে শেয়ার করলে একবারই পাঠাবেন। 
  • আপনার লিংকটা ফেসবুকে পোস্ট করলেও এক একাউন্ট বা একটা পেজে একবারই দিবেন। 
  • যতো কম পারা যাবে ততোই কম শেয়ার করবেন আপনার লিংকটা। 


যদি আপনার লিংকটা ফেসবুক আগে থেকেই ব্লক করে দেয়। 

তাহলে এখন কি করবেন? 



ফেসবুক কোনো কারণ ছাড়া লিংক ব্লক করে না। তারা অবশ্যয় আপনার সাইটের লিংকটার বা আপনার সাইটটার কোনো দোষ পেয়েছে তাই আপনার লিংকটা ব্লক করেছে। 

এটা ফেসবুকের সাপোর্ট টিম করে। 

মানুষ মাত্রই ভুল করে। 

তাই ফেসবুকের সাপোর্ট টিম ও আপনার সাইটটা চিনতে ভুল করতে পারে। 

তাই তারা আপনাকে কিছু সুযোগ দেয়। 

এই সুযোগটাই আমরা এখন কাজে লাগিয়ে আমাদের সাইটের লিংকটা আনব্লক করব। 



তাহলে আসুন আজকের টিউনটি শুরু করিঃ


সবার প্রথম নিচের লিংকে যানঃ-




এবার নিচের মতো একটা পেজ আপনার সামনে। 



এবার “More” লেখায় ক্লিক করুন।

এবার “Tools” এ ক্লিক করুন।

এবার উপরের মতো করে “Sharing Debugger” এ ক্লিক করুন।
এবার প্রথমে দেখানো ঘরে আপনার সাইটের লিংকটা দেন।
যেটা আনব্লক করতে চান।
তারপর “Debug” লেখায় ক্লিক করুন।
এবার উপরের মতো আসবে তো “Let Us Know” তে ক্লিক করুন।
দেখুন আপনার সামনে একটি বাক্স আছে।
এটাতে আপনি অনুরোধ জানাবেন আপনার ফেসবুক লিংকটা আনব্লক করার জন্য।
আপনি আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে লিংক ব্লক করার কোনো কারণ লিখতে পারেন ঐখানে।
তবে সবচেয়ে ভালো হয়ে ইংরেজিতে লিখলে।
কারণ সাপোর্ট টিম।
ইংরেজিকেই বেশি প্রধাণ্য দেয়।
আর আপনাদের সাহায্যর জন্য আমি একটা টেক্সট লিখে দিলাম।
এটা কপি করে আপনি ঐখানে দিতে পারেন।
Hello! Facebook, I am glad to know that your team take action aggaisnt spam, malware. Recently I have seen that my link (YOUR SITE LINK HERE ) has blocked but i doesn’t goes aggaisnt your security. Please Unblock my website and obligue thereby. Thank you Facebook Team.
তো প্রথম বাক্সে লেখাটা দিয়ে তারপর “Send” লেখায় ক্লিক করুন।
এবার “Okay” লেখায় ক্লিক করুন।
আপনার অনুরোধটা ফেসবুক গ্রহণ করেছে। 
এখন ফেসবুক সাপোর্ট টিম। 
আপনার এই রিকুয়েষ্টটা দেখবে। 
দেখার পর তারা আপনার লিংকটা আনব্লক করে দিবে যদি, আপনার সাইটটা ভালো হয়। 

তবে আনব্লক করতে অনেকটা সময় নিতে পারে। সাধারণত এটি হতে ২ঘন্টা থেকে-১মাস প্রযন্ত সময় নিতে পারে। 

তার জন্য ভয়ের কোনো কারণ নেই। 
আমি আরোকটা গোপন টিপস বলি যদি আপনার লিংকটা আনব্লক না করে তাহলে আপনি আপনার লিংকটা সর্ট করে যতো ইচ্ছা ততো শেয়ার করতে পারবেন। 

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। 
দেখা হবে পরের টিউনে। 
এই প্রযন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন,
আমাদের সাইটের সাথেই থাকুন। 

Post a Comment

1 Comments