অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার ইউজ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। আপনি আমি কম বেশি সকলেই ক্রোম ব্রাউজার ইউজ করি। তো বন্ধুরা এই টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু এনাবল করতে হয়। তো বন্ধুরা যারা ক্রোম ব্রাউজারের ডুয়েট মেনু চেনেন না তারা নিচের স্কিনশট দেখুন। স্কিনশটে লাল কালারে মার্ক করা নেভিগেশন বারটিকেই ক্রোম ব্রাউজারের ডুয়েট মেনু বলা হয়।
ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু এনাবল করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু এনাবল করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন।
- প্রথমেই আপনার ক্রোম ব্রাউজার যদি পুরাতন ভার্সনের হলে আপনার ব্রাউজার আপডেট করে নিন।
- এখন ক্রোম ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ‘chrome://flags’ টাইপ করে এই লিঙ্কে প্রবেশ করুন।
- এই লিঙ্কে প্রবেশ করলে উপরে সার্চ বক্স দেখতে পাবেন। এই সার্চ বক্সে ‘chrome duet’ টাইপ করুন।
- টাইপ করার সাথে সথেই অটো সার্চ হলে আপনার সামনে ‘chrome duet’ নামে একটি অপশন আসবে। এই অপশনের নিচে থাকা সিলেকশনে ‘enable’ সিলেক্ট করুন।
- ‘enable’ সিলেক্ট করলে ব্রাউজার স্কিনে ‘relaunch’ নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করুন।
- বাটনে ক্লিক করলে ক্রোম ব্রাউজার ক্লোজ হয়ে যাবে। এর পর আবার ক্রোম ব্রাউজার ওপেন করে দেখুন নিচে একটি নেভিগেশন মেনু দেখতে পাবেন। ব্যাস! আপনার কাজ শেষ।
এবার দেখুন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু ডিসেবল করবেন।
একই ভাবে ক্রোম ব্রাউজারে ডুয়েট মেনু ডিসেবল করতে আবার ‘chrome://flags’ এই লিঙ্কে গিয়ে আবার ‘chrome duet’ সার্চ করে আগে যেভাবে এনাবল করেছিলেন ঠিক সেভাবেই ‘disable’ সিলেক্ট করে ‘relaunch’ বাটনে ক্লিক করে আবার নতুন করে ক্রোম ব্রাউজার ওপেন করুন। তাহলেই ডুয়েট মেনু হাইড হবে।
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!! for more post- visit - trickgain.blogspot.com
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!! for more post- visit - trickgain.blogspot.com
0 Comments