আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখাবো যে কিভাবে মাত্র 2 এমবির এপ এ আপনারা ইউটিউব এর সকল প্রিমিয়াম ফিচার্চ গুলো ব্যবহার করতে পারবেন?
সাথে সরাসরি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন।
পুরো পোস্ট পড়ে মন্তব্য করবেন কারণ পোস্টের ভেতরে আমি সবগুলো অপশন দেখিয়ে দিছি কিভাবে ইউটিউব প্রিমিয়ার ফিচার গুলো ব্যবহার করবেন। পুরো পোস্ট না পড়ে কেউ মন্তব্য করবেন না!
কি কি করতে পারবেন?
এক কথায় প্রিমিয়ার ইউটিউব এ যা যা করতে পারেন, এখানেও তাই তাই করতে পারবেন। বরং আরোও বেশি, আপনার স্টোরেজের পারমিশন ছাড়াই, ইউটিউব অডিও,ভিডিও, সাবটাইটেল, থাম্বেল সর্ট ভিডিও সহ ডাউনলোড করতে পারবেন।
Code Enhance করা হইছে, অল্প নেটওয়ার্ক এও ভালো কাজ করবে। | Fast Speed.
আর প্রিমিয়াম এর প্রায় সব সুবিধা’য় এখানে আছে। With Auto Update System.
এপ ডাউনলোড করা শেষ হলে এখন আমার পুরো পোস্ট ফলো করুন কোথাও না বুঝলে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেবো ও ঠিক করে দেব।
এখন এপ টি ওপেন করে নিবেন!
তারপর নিচের মতন ইন্টারফেসও করবে,
এরপর এখানে দেখতে পারবেন ইউটিউব এর মতন সকল প্রকার ভিডিও সো করছে, এক্সাম্পল হিসেবে আমি একটা ভিডিও প্লে করে দেখাবো।
দেখুন এখানে কতগুলো অপশন সহ আছে আপনি এখান থেকে হার্ট ক্লিক করে ফেভারির করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন উইনডো মোড এ ভিডিও প্লে করতে পারবেন আরো ইত্যাদি।
আপনার পছন্দের ভিডিও গুলো হার্ট এ ক্লিক করে, আলাদা লিস্টে সেভ রাখতে পারবেন।
এটা দেখার জন্য উপরের সেটিংস অপশনে ক্লিক করবেন।
এখান থেকে আপনারা ভিডিও জুম করেও দেখতে পারবেন।
এরপর এখানে ক্লিক করবেন।
তো এখন এখানে দেখতে পারতেছেন আপনার যে সেভ করা ভিডিও যে যাকে আপনি হার্র করছিলেন সেটা এখানে দেখা যাচ্ছে।
এভাবে আপনার পছন্দের ভিডিওগুলো লিস্ট করে রাখতে পারবেন।
কিভাবে ভিডিও ডাউনলোড করবেন?
তো আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান প্রথমে সেই ভিডিওর উপরে ক্লিক করবেন তারপর উপরে দেখনো এরকম একটা ডাউনলোড অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দেবেন।
এরপর আপনারা এখানে দেখতে পারতেছেন যে ডাউনলোড করার কতগুলো সিস্টেম চলে আসছে এখান থেকে আপনি অডিও ভিডিও সহ ডাউনলোড করতে পারবেন।
আপনি যে ফরমেটে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ফরমেট এর উপরে ক্লিক করবেন এরপর দেখবেন শুরু হয়ে গেছে এখানে মজার ব্যাপার হচ্ছে আপনার পারমিশন ছাড়াই ডাইনলোড করতে পারবেন।
এরপর আরেকটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে থাম্বেল ডাউনলোড করার সিস্টেম আছে এবং অনেক কয় প্রকার ডাউনলোড করার সিস্টেম দেওয়া হইছে।
সাথে দেখুন সাবটাইটেল ডাউনলোড করার ও সিস্টেম আছে, তো আপনি এগুলোর উপর ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।
Window Play Like YouTube Premium
এখানে Pip Mode এ ক্লিক করবেন।
এরপর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে ইউটিউবের মতো একদম হোম স্ক্রিনে আপনারা ভিডিও ছোট করে দেখতে পারবেন যেমনটা ইউটিউব প্রিমিয়ার ফিচার্স এ করা যায়।
এখানে ক্লিক করে আপনারা ভিডিও মিনি মাইজ করতে পারবেন অর্থাৎ ভিডিও মিনিমাইজ করে আপনারা ইউটিউব এর অন্যান্য ভিডিও গুলো দেখতে পারবেন সার্চ করতে পারবেন।
মিনিমাইজে এ ক্লিক করলে এরকম আসবে এখান থেকে আপনারা অন্যান্য ভিডিও গুলো দেখতে পারবেন সাথে এটাও দেখতে পারবেন।
কিভাবে ভিডিও কে অডিও প্লে করে শুনবেন?
এখান থেকে আপনারা বিজি প্লেয়ার মানে ব্যাকগ্রাউন্ড অডিও প্লে এই অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার যে ভিডিওটা সেটা অডিও হিসেবে Play হবে এবং আপনি অ্যাপ থেকে বের হলে সেটা Play হতেই থাকবে।
কিভাবে ইউটিউব শর্ট ভিডিও ডাউনলোড করবেন?
শর্ট ভিডিওর উপর ক্লিক করে এখানে ডাউনলোড অপশন এ ক্লিক করে দেবেন
এরপর এখান থেকে আপনার পছন্দমত ফরমেটে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।
আশা করি পোস্টটা ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে।
কোন মন্তব্য থাকলে এখন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
পুরো পোস্টে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
0 Comments