ফেছবুকের মাধ্যমে এই আয় করতে হলে আপনার থাকতে হবে একটি মানসম্মত পেজ। যেখানে নিয়মিত ভিডিও আপলোড এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন। ইউটিউব এর মত ফেছবুকের ভিডিও তে এখন থেকে বিজ্ঞাপন দেখা যাবে। জার জন্য ভিডিও আপলোডকারী অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু ব্যাপার টা জতটা সহজ মনে হচ্ছতে ততটা সহজ না। সকল বেক্তি এই সুবিধা ভোগ করতে পারবে না । ইউটিউব এর মত ফেছবুকেও আপনাকে কিছু নিয়ম অনুসরন করে আপানার ভিডিও মনিটাইজেসন পাবেন। শুধু মাত্র যে সকল ভিডিও গুলো ফেছবুক অ্যাডব্রেক এর জন্য উপযুক্ত মনে করবে সেই সকল ভিডিওতে বিজ্ঞাপন দেখা যাবে এবং ভিডিও আপলোডকারী টাকা পাবে।
ভিডিও মনিটাইজেসন এর জন্য যা যা প্রয়োজন।
- একটি মানসম্মত ফেছবুক পেজ
- ১০ হাজার ফেছবুক ফলোয়ার।
- পেজের সব ভিডিও মিলিয়ে ৩০ হাজার ভিউ
এই সকল বিষয় গুলো মানলেই আপনার পেজটি মনিটাইজেসন পাবে এবং আপনি ফেছবুকের মাধ্যমে আয় করতে পারবেন। বাংলা সহ আরবি, ইংরেজি, ফ্রেন্স, জার্মান, মালয়, পর্তুগিজ, স্প্যানিশ, তাগালগ ও থাই। ফেসবুক জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশ প্রাথমিকভাবে এ সুবিধার আওতায় এসেছে। চলতি বছরের শেষ নাগাদ আরও কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে।
লাখো তরুণ ইউটিউবার ভিডিও তৈরি করেই আয় করছেন হাজার হাজার ডলার। ফেসবুক ভিডিও মোনেটাইজেশন চালু করায় এসব নির্মাতার জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে ইউটিউবের চেয়ে ফেসবুকের ব্যবহারকারী বেশি হওয়ায় আমাদের সৃজনশীল নির্মাতারা এখন আর্থিকভাবে বেশি লাভবান হবেন।
যদি পোস্ট টি আপনার ভাল লেগে থাকে পোস্ট টি সবার কাছে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত রিনয় বিডিতে ভিসিট করতে ভুলবেন না ধন্যবাদ
1 Comments
nice post. my site
ReplyDelete