উত্তরে জানায়,
নরমাল ডেলিভারি‘র জন্য প্রিপারেসন নেওয়া হয়েছে। কারন! সিজারে বাচ্চা হলে একজন নারী ২য় ,৩য় বার পুনরায় মা হতে গেলে ঝুকি থাকে ৯০.৭ %। অনেক সময়েই বাচ্চার শরীর ছুরি, কাচি লেগে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতি হয় যা আমাদের দেশের চিকিৎসক গন কাউকেই বলেন না! অর্থের লোভে প্রত্যেক গর্ভবতী মা কে মেডিক্যাল চেকাপ এর আগে থেকে ই বলে রাখা হয় সিজারে বাচ্চা নিতে হবে অন্যথায় মৃত্যু ঝুঁকির ভয় দেখানো হয়।
জাতিসংঘের স্বাস্থ্য বিসয়ক সংস্থা WHO জানিয়েছে একটি দেশের ১৫% মেয়ে যদি একান্তে ই না পারে স্বাভাবিক প্রক্রিয়া তে বাচ্চা নিতে, সে ক্ষেত্রে সিজার করাতে হবে ।
আমার দেশে বর্তমান সিজারে বাচ্চা হচ্ছে সে অনুপাতে ৯৭.৩% যা নারী স্বাস্থ্য’র জন্য ঝুঁকিপূর্ণ। এই সিজারে বাচ্চা নিতে গেলে যেমন মা মারা যায় বেশীরভাগ সময় তেমনি ক্ষতি হয় নব জন্ম নেওয়া শিশুটির। সিজারে হওয়া বাচ্চা অনেক বেশী অসুস্থ থাকে একটু খেয়াল করে দেখবেন, যা নরমালে হওয়া বাচ্চাদের হয় না খুব একটা। প্রতি বছর সিজারে বাচ্চা হতে গিয়ে মারা যায় আমাদের দেশে ২৭.৯% মা ,শিশু।
এই ছাড়াও সিজার অপারেশনে রোগীর জন্য রক্ত চাওয়া হয় অনেক সময়ই ১০-১৫ ব্যাগ, যার মধ্যে বড় জোর ২ ব্যাগ রক্ত কাজে লাগিয়ে অন্যগুলো বিক্রি করা হয়। সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে এখন সিজারে বাচ্চা নেওয়া, যা বর্তমান নারী দেহ কে ধ্বংস করে দিচ্ছে নীরবে।

![[Hot] দারাজ থেকে মোবাইল রিচার্জ করে বিকাশ দিয়ে পেমেন্ট করে ২০০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন সবাই.!!](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrBdzjHNE69WWpzG5gL5QR68lScLLqazMuf-UJpIpfjEaSsBc7T3rbycldYVKajN8vE6PhrbpAp6D0DP5YxjnKdcaCTfbfravwTyzVWTCZ6P86QziLmXgVRF1SYznpU3SOxl5CjVPIeQ/s72-w410-h215-c/image.png)





![[PC Games] Far Cry 3 সেই মানের Shooting Games এর সম্পর্কে না জানা থাকলে রিভিউ দেখুন আর সাথে থাকছে ডাউনলোড লিংক](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCRy-YRNKCnTvnxMTdGs2Skv6OB6WO3IsrdHUplwGsJ7k3ASM-ref9nuAbHFIvQKeS5NEpy6VEwMQJXve05N5AJrLPKEDFGu6idQz0rWVdd5G666-NoUd98z5auS1tGN3MItIhe6EtiOA/w100/Far+Cry+3+Review+By+DarkMagician+%25284%2529.png)
0 Comments